চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আজ রবিবার (৭ সেপ্টেম্বর)। ভর্তি প্রক্রিয়া চলবে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর ১৫ সেপ্টেম্বর থেকে নিয়মিত ক্লাস শুরু হবে।
শনিবার (৬ সেপ্টেম্বর) একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে যারা ভর্তি নিশ্চায়ন করেছেন, তাদের স্ব স্ব কলেজে গিয়ে নির্ধারিত ফি জমা দিয়ে চূড়ান্তভাবে ভর্তি হতে হবে। ভর্তি প্রক্রিয়ার জন্য নির্বাচিত শিক্ষার্থীরা নির্বাচন বা মাইগ্রেশনের ফলাফলের পিডিএফ ভর্তির ওয়েবসাইটে লগইন করে ডাউনলোড করতে পারবেন। সেই কপি নিয়ে কলেজে গিয়ে ফি জমা দিলে ভর্তি সম্পন্ন হবে।
জাজিরা সময়, সময়ের সাথে আমরা প্রতিদিন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সাইদ আকন, মোবাইল : ০১৭৬৪০২৩৫৪৪, উত্তর পালং বাজার শরীয়তপুর সদর।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত