শরীয়তপুরে প্রবেশ করার অপরাধে ইতালি প্রবাসীর পরিবারের উপর হামলা করে ৪ জনকে কুপিয়ে আহত করা হয়েছে।
শনিবার (৫ জুলাই) বিকাল সাড়ে ৫টায় শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়া ইউনিয়নের কাশিপুর এলাকায় নাসির মোল্লার বাড়ির সামনে এই হামলার ঘটনা ঘটে।
আহত ইতালি প্রবাসী শওকত মাতবর জানান, শনিবার দুপুরে তারা শরীয়তপুরের কাশিপুর নিজ বাড়ি থেকে মাদারীপুরে একটি দাওয়াতে যান, দাওয়াত থেকে মাদারীপুরের একটি অটো রিজার্ভ করে নিজ বাড়ি শরীয়তপুরে কাশীপুরে আসার পথে শরীয়তপুর মাদারীপুরের বটার আবুল হোসেন কলেজ সংলগ্ন ব্রিজে তাদের রিজার্ভ করা অটো আটকে দেয় শ্রমিক লীগ নেতা জসিম মোল্লার ভাই নাসির মোল্লা ও তাদের লোকজন। অটো আটকেকে কেন্দ্র করে নাসির মোল্লা ও তাদের লোকজনের সাথে বাকবিতণ্ডা হয় শওকত ও তার পরিবারের। এর জের ধরে নাসির মোল্লার বাড়ির ঘাটায় অটো দিয়ে আসার পথে ইতালি প্রবাসী শওকত ও তার বাবা নূর মোহাম্মদ মাদবর তার ভাইসহ ৪ জনকে কুপিয়ে আহত করেন। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতাল এনে ভর্তি করেন।
এ সময় হামলা কারিলা ইতালি প্রবাসী শওকতের কাছে থাকা একটি আইফোন ও ইতালির ইউরো নিয়ে যায় বলে জানান শওকত।
এ ঘটনা হামলাকারীদের বিরুদ্ধে পালন মডেল থানা একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন জানান, ইতালি প্রবাসী শওকাত মাতবর ও তার পরিবারের উপর হামলার ঘটনায় তার চাচা সোহরাব মাদবর বাদী হয়ে ৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের:করেন। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সাইদ আকন, মোবাইল : ০১৭৬৪০২৩৫৪৪, উত্তর পালং বাজার শরীয়তপুর সদর।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত